নবম দশম শ্রেনীর জীববিজ্ঞান|| মনেরা রাজ্যের বৈশিষ্ট্য


দশম শ্রেনী ।। অধ্যায় ১ ।। মনেরা Monera রাজ্যের বৈশিষ্ট্য

বৈশিষ্ট্যঃ-

১. এরা এককোষী।

নবম দশম শ্রেনী ।। অধ্যায় ১ ।। মনেরা Monera রাজ্যের বৈশিষ্ট্য 1

২. এরা ফিলামেন্টাস (সূতার মত) এবং কলোনিয়াল।

নবম দশম শ্রেনী ।। অধ্যায় ১ ।। মনেরা Monera রাজ্যের বৈশিষ্ট্য 2

৩. এদের কোষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই কিন্তু ক্রোমাটিন বস্তু থাকে।

নবম দশম শ্রেনী ।। অধ্যায় ১ ।। মনেরা Monera রাজ্যের বৈশিষ্ট্য 3

৪.এদের কোষে রাইবোজোম ছাড়া অন্যান্য কোষীয় অংগানু নেই।

৫.দ্বি-বিভাজন প্রক্রিয়ায় এদের কোষ বিভাজিত হয়।

নবম দশম শ্রেনী ।। অধ্যায় ১ ।। মনেরা Monera রাজ্যের বৈশিষ্ট্য 5

৬. এরা শোষন পদ্ধতিতে খাদ্য গ্রহন করে।

৭. এই রাজ্যের কিছু কিছু জীব সালোকসংশ্লেষন পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নবম দশম শ্রেনীর পদার্থ বিজ্ঞান (২য় অধ্যায় -গতি) সকল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

জীব বিজ্ঞান ||মাইটোসিস কোষ বিভাজনের ধাপ সমুহ|| জাকির রুবেল স্যার

Dialogue: Between two friends about merits and demerits of mobile phone