পুং গ্যামেটোফাইটের উৎপত্তি

পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ । পড়ার মাতৃকোষ টি মিয়োসিস বিভাজন এর মাধ্যমে চারটি অপত্য কোষ সৃষ্টি করে ।এদেরকে পরাগ কোষ বলে। পরাগ  থলিতে থাকা অবস্থায় পরাগরেণুর অঙ্কুরোদগম শুরু হয় এবং এর নিউক্লিয়াসকে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয় দুটি নিউক্লিয়াস বা কোষ গঠন করে ।

পুং গ্যামোটাফাইটের বিকাশ

অপেক্ষাকৃত আকারে বড় নিউক্লিয়াসটিকে নালিকা নিউক্লিয়াস বা নালী কোষ বলে এবং আকারে ছোট নিউক্লিয়াসটিকে জনন নিউক্লিয়াস বা জেনারেটিভ কোষ বলে । নালিকা নিউক্লিয়াসটি পরাগরন্ধ্র পথে পরাগনালি তৈরি করে এবং পরাগনালিতে প্রবেশ করে।  নালিকা নিউক্লিয়াস এর পেছনে নিউক্লিয়াস নালীতে প্রবেশ করে এবং বিভাজিত হয়ে দুটি পুংগ্যামিট বা পুংজনন কোষ উৎপন্ন করে ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নবম দশম শ্রেনীর পদার্থ বিজ্ঞান (২য় অধ্যায় -গতি) সকল জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

জীব বিজ্ঞান ||মাইটোসিস কোষ বিভাজনের ধাপ সমুহ|| জাকির রুবেল স্যার

ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য||নবম দশম শ্রেনীর জীব বিজ্ঞান|| ১ম অধ্যায়||