শতকরা সংযুতি নির্নয় : NaOH
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করা যায়
কোন যৌগের প্রতি 100 গ্রামে ঐ যৌগের উপাদান মৌলের যত গ্রাম থাকে সেই পরিমানকে ঐ মৌলের শতকরা সংযুতি বলে।
শতকরা সংযুতি থেকে কোন যৌগে বিদ্যামান উপাদান মৌলগুলির শতকরা পরিমাণ জানা যায়। কোন যৌগের শতকরা সংযুতি নির্ণয় করতে হলে ঐ যৌগের আণবিক ভর জানা প্রয়োজন। আবার ঐ যৌগের উপাদান মৌলগুলি কি পরিমানে আছে তাও জানা দরকার।
কোন যৌগের আণবিক ভর থেকে তার উপাদান মৌলগুলির নির্দিষ্ট পরিমাণের শতকরা হিসেব করলে ঐ যৌগের শতকরা সংযুতি পাওয়া যায়।
কোন যৌগের আণবিক ভর থেকে তার উপাদান মৌলগুলির নির্দিষ্ট পরিমাণের শতকরা হিসেব করলে ঐ যৌগের শতকরা সংযুতি পাওয়া যায়।
= 23+16+1 = 40 গ্রাম। যৌগটিতে সোডিয়াম (Na) আছে 23 গ্রাম, অক্সিজেন (O) আছে 16 গ্রাম এবং হাইড্রোজেন (H) আছে 1 গ্রাম।
অতএব NaOH এর শতকরা সংযুতি নিম্নরূপ :
NaOH যৌগে Na এর শতকরা সংযুতি
= 23x100 ÷ 40 = 57.5%
NaOH যৌগে O এর শতকরা সংযুতি
= 16x100 ÷ 40 =40%
NaOH যৌগে H এর শতকরা সংযুতি
= 1x100 ÷ 40 =2.5%
সুতরাং NaOH যৌগটিতে উপাদান মৌল Na, O, H এদের শতকরা সংযুক্তি যথাক্রমে 57.5% ; 40% ; 2.5%.
একইভাবে, আমরা যে কোন যৌগের শতকরা সংযুতি একই পদ্ধতিতে হিসাব করতে পারি।
NaOH যৌগে Na এর শতকরা সংযুতি
= 23x100 ÷ 40 = 57.5%
NaOH যৌগে O এর শতকরা সংযুতি
= 16x100 ÷ 40 =40%
NaOH যৌগে H এর শতকরা সংযুতি
= 1x100 ÷ 40 =2.5%
সুতরাং NaOH যৌগটিতে উপাদান মৌল Na, O, H এদের শতকরা সংযুক্তি যথাক্রমে 57.5% ; 40% ; 2.5%.
একইভাবে, আমরা যে কোন যৌগের শতকরা সংযুতি একই পদ্ধতিতে হিসাব করতে পারি।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন